আ: রাইফেলস: ১২২/৮(২০)
প্রণবানন্দ: ১২৩/১(১৮)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।। জয়ের হ্যাটট্রিক প্রণবানন্দ বিদ্যামন্দিরের। টানা তিন ম্যাচে জয়ের সুবাদে প্রণবানন্দ বিদ্যামন্দির শুধু মূল পর্বের দাবিদার-ই নয়, বলা যাচ্ছে চ্যাম্পিয়নেরও প্রত্যাশা করতে পারে বিদ্যামন্দিরের মেয়েরা। খেলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত পশ্চিম জোনাল অনূর্ধ্ব ১৭ বালিকাদের আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। চতুর্থ দিনে আজ ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে দ্বিতীয় বেলায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির নয় উইকেটের বড় ব্যবধানে আসাম রাইফেলস পাবলিক স্কুলকে পরাজিত করেছে। দুপুর ১টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে প্রণবানন্দ বিদ্যামন্দিরের মেয়েরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুলের বালিকারা নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার ক্রিস্টিনা রেমা সর্বাধিক ৩৩ রান পায়। এছাড়া, অতিরিক্ত খাতে প্রাপ্ত ৬২ রান তাদের দলীয় স্কোর শতকের চেহারা দেখিয়েছে। প্রণবানন্দ বিদ্যামন্দিরের স্নেহা দত্ত ও অস্মিতা রায় দুটি করে এবং অভিজ্ঞা বর্ধন ও সোনাক্ষী নমঃশূদ্র একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে প্রণবানন্দ বিদ্যামন্দির ঠিক ১২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। ওপেনার আয়ুষী সাহা ৬ রানে বোল্ড আউট হয়ে এবং অন্বেষা চক্রবর্তী ৩ রানের রিটায়ার্ড হার্ট হয়ে পেভেলিয়নে ফিরলেও দ্বিতীয় উইকেটের জুটিতে অভিজ্ঞা ও অভিধা বর্ধন জুটির দুর্দান্ত ব্যাটিং দলকে জয় এনে দেয়। অভিজ্ঞা ৪২ বল খেলে পাঁচটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। অভিধা অপরাজিত থাকে ২৬ রানে। তারাও অতিরিক্ত খাতে ৫০ রান পেয়েছিল।