BRAKING NEWS

ভোলবদল, বড়পাথরী ঔষুধের দোকানে হামলকারীরা বিজেপি দলের নন, জানালেন গোপাল চৌধুরী

শান্তিরবাজার, ৯ এপ্রিল (হি. স.) : তিন দিনের মধ্যেই ভোল বদল বিলোনিয়া বড়পাথরী বাজারের ব্যবসায়ী তথা ওষুধ দোকান রাধাগোবিন্দ হোমিও হল এর মালিক গোপাল চৌধুরীর। ওনার ওষুধ দোকানে ভাঙচুরে জড়িতরা বিজেপি দলের নন বলেই নতুন করে জানান তিনি

বিলোনিয়া বড়পাথরী বাজারের রাধাগোবিন্দ হোমিও হল ওষুধের দোকানের সিসি ক্যামেরা এবং দোকানে ভাঙচুর হয়েছে বিভিন্ন মাধ্যমে প্রচার করেছিলেন রাধাগোবিন্দ হোমিও হল এর মালিক গোপাল চৌধুরী । সেই সময় সিসি ক্যামেরার ফুটেজ মোতাবেক দুই জন দুষ্কৃতিকারীকে শনাক্ত করে তাদের নাম প্রকাশ্যে এনেছিলেন। সেই সাথে তাদের নামের পাশে বিজেপি দলের নাম জুড়ে দিয়েছিলেন। যদিও এখনও পর্যন্ত তিনি এই বিষয়ে থানায় মামলা করেননি। তার কারণ তিনি যেই দুই ব্যক্তির নাম প্রকাশ্যে এনেছিলেন ঘটনার দিন তারা বড়পাথরীতে ছিলেন না আগরতলাতে অবস্থান করছিলেন বলে জানা যায়। পূর্ব শত্রুতার জেরে এই দুজনকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। পরবর্তী সময়ে অবস্থা বেগতিক বুঝে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সিসিটিভিতে যাদের দেখেছিলেন তারা ওই ব্যক্তি নয় বলে জানিয়ে দেন।
এই ঘটনাকে নিয়ে বড়পাথরী বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনার সৃষ্টি হয়েছিল। অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়পক্ষ থেকেই বিষয়টিকে নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরা হয়। দুষ্কৃতিকারীর নাম প্রকাশ্যে এলেও কেন মামলা হয়নি এই বিষয় নিয়ে যখন প্রশ্ন দেখা দিয়েছিল ঠিক তখনই নিজের ভুল স্বীকার করেন দোকানের মালিক গোপাল চৌধুরী।

তবে দোকানে দুষ্কৃতী হামলার ঘটনার সত্যতা পাওয়া গেলেও দুষ্কৃতিকারীদের সনাক্ত করা যায়নি তাই মামলা হয়নি। তবে মামলা না হলেও ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *