ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে জয় অব্যাহত স্ফুলিঙ্গ ক্লাবের

সংহতি-‌১০২/‌৬

স্ফুলিঙ্গ-‌১০৩/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।জয়ের ধারা অব্যাহত রেখে দুর্বার গতিতে এগিয়ে চলেছে স্ফুলিঙ্গ ক্লাব। প্রতিপক্ষ কোনও দলই বেকায়দায় ফেলতে পারছে না দীপক ভাটনগরের দলকে। মরশুমের একমাত্র দল হিসাবে এখনও অপরাজিত রয়েছে। শনিবার দুপুরে এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ ৭ উইকেটে পরাজিত করে সংহতি ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সংহতি নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের পক্ষে অভিজিৎ দে ৩৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪০,সঞ্জয় মজুমদার ১২ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে সানি সিং (‌২/‌১৩) এবং চিরঞ্জীৎ পাল (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে স্ফুলিঙ্গ১২.‌১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শ্রীদাম পাল ২০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, জয়দীপ বনিক ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং বিক্রম কুমার দাস ১৬ বল খেলে  ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। সংহতির পক্ষে অভিজিৎ‌‌ দে (‌২/‌২১) সফল বোলার।‌