চলমান- ১৬০/৯
ইউ বি এস টি-৬০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।। সহজেই জয় পেলো কোনাবনের বেশীরভাগ ক্রিকেটারদের নিয়ে গড়া চলমান সঙ্ঘ। পরাজিত করলো ইউ বি এস টি কে। সমীরণ চক্রবর্তী স্মৃটি টি-২০ ক্রিকেটে। শনিবার পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে চলমান সঙ্ঘ ১০০ রানে পরাজিত করে ইউ বি এস টি কে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চলমান সঙ্ঘ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান করে। দলের পক্ষে দলনায়ক লক্ষ্মণ পাল ২২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, ওপেনার তন্ময় দাস ৩৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২,কৃষ্ণধন নম: ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং আরমান হুসেন ১৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। ইউ বি এস টি-র পক্ষে কৃষ্ণ কমল আচার্য (২/২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে কৃষ্ণধন নম: (৪/৮) ভেলকির সামনে মাথা তুলে দাড়াতে পারেননি ইউ বি এস টি-র ব্যাটসম্যান-রা। দল ১৪.৫ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে প্রণব দাস ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং মনোজিৎ দাস ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। চলমানের পক্ষে কৃষ্ণধড় ছাড়া জয়দেব দেব (২/১২) এবং রাজীব সাহা (২/১৪) সফল বোলার।

