পূর্ব মেদিনীপুর, ৮ এপ্রিল (হি.স.) : ‘পুলিশ না থাকলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, বাকচার খাল পেরিয়ে পালাতে হবে।’ ময়নার সভায় শনিবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সঙ্গে, সভা থেকে ফের ‘নো ভোট টু মমতা’ স্লোগান দেন শুভেন্দুবাবু।
তিনি এদিন আক্রমণ শানিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। কিন্তু একটা কাজ একার দ্বারা হবে না। রাজ্যজুড়ে লুঠ চলছে, জঙ্গলরাজ কায়েম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে।’ বিরোধী দলনেতা এদিন ভোট পরবর্তী হিংসার ইস্যু ছুঁয়ে বলেন, ‘২০২১ থেকে একের পর এক মামলা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘরছাড়া বহু বিজেপি পরিবার অন্যত্র বাস করছে। এই জন্যই কি ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়েছিল?’ এদিন প্রশ্ন তোলেন শুভেন্দু।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই চন্দ্রকোনা থেকে শুরু করে বর্ধমানে কৃষকদের সঙ্গে মিছিলের পর সভা করে বারংবাং একটাই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তা হল ‘নো ভোট টু মমতা।’ কখনও টি-শার্টে ‘নো ভোট টু মমতা’ লিখে, কখনও শুধুই মুখে বলে আক্রমণ করছেন তিনি। সামনে পঞ্চায়েত ভোট।
এদিকে তৃণূলের পাখির চোখ দিল্লি। কারণ বছর পেরোলেই চব্বিশের লোকসভা ভোট। তবুও আক্রমণে অটুট বিরোধী দলনেতা। ‘নো ভোট টু মমতা’ বলে কখনও এনআরসি, কখনও সাগরদিঘি, কখনও কৃষি ইস্যু, আবার নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে তোপ দেগে তিনি ওই স্লোগান দিচ্ছেন। আর এহেন দিনেই অন্যদিকে আলিপুরদুয়ারে ঝড় তুললেন অভিষেকও।