নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবার বন্ধু

ভাঙড়, ৮ এপ্রিল (হি. স.) : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই বাবার বন্ধুর বিরুদ্ধে। পৈশাচিক ঘটনাটি ভাঙড়ের বনগ্রাম এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে বাবার অবর্তমানে বাবার ওই বন্ধু বাড়িতে বেড়াতে আসে। বাড়ি ফাঁকা পেয়ে ওই নাবালিকার কাছে খাওয়ার জল চায়। নাবালিকা খাওয়ার জল নিয়ে ঘরে দিতে গেলে জোর করে তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় অভিযুক্ত। এরপর পৈশাচিক ঘটনাটি ঘটায় অভিযুক্ত। পরে পরিবারের সদস্যরা কি হয়েছে জানতে চাইলে নাবালিকা বিস্তারিত জানায়। এরপরই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবারের সদস্যরা। পাশাপাশি অপরাধীর কঠরতম শাস্তির দাবি জানান। ঘটনার তদন্তে নেমে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ।