অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে জয় দিয়ে শুরু বিশালগড়, মোহনপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।। জয় দিয়ে শুরু করলো বিশালগড়। তেলিয়ামুড়া কে ৩৮ রানে হারিয়ে। মোহনপুর ও পিছিয়ে নেই। খোয়াইকে চার উইকেটে হারিয়ে দারুন সূচনা মোহনপুর দলেরও। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চাযেত মাঠে শনিবার হয় ম্যাচটি। তাতে খোয়াই-এর গড়া ১৮১ রানের জবাবে মোহনপুর ৬  উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয়‌‌ রান তুলে নেয়। বিজয়ী দলের ইস্ট দেবনাথের ৩৭ ও অন্তরীপ সাহার ৩৫ এবং বিজীত দলের অনিকেত মোদক ৩৬ রান করে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে খোয়াই মহকুমা ৪৩.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৮১ রান করে। মোহনপুরের পক্ষে অমৃত দেব (‌৩/‌১৩) ও পিনাক দেব (২/২৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে অধিনায়ক ইষ্ট এবং অন্তরীপের দায়িত্বপূর্ণ ব্যাটিং এর সঙ্গে অতিরিক্ত ৪৪ রান পেয়ে ৩৭ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। খোয়াইয়ের পক্ষে বিশাল নম দাস (‌২/‌৩৬) সফল বোলার।‌‌ বিজয়ী দলের পিনাক দেব প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। এদিকে, মোহনপুর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় বিশালগড় ৩৮ রানের ব্যবধানে তেলিয়ামুড়াকে পরাজিত করেছে। শুরুতে টস জিতে বিশালগড় প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়‌ নির্ধারিত ৪৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভজিৎ দাসের ৯৫ রান ও সিদ্ধার্থ দেবনাথ এর ৪০ রান বেশ উল্লেখযোগ্য। তেলিয়ামুড়ার তাইসান দেববর্মা ৩১ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তেলিয়ামুড়া ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করতেই নির্ধারিত ৪৫ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে নবজিৎ কর অপরাজিত থেকে ৮৪ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। বিশালগড়ের হৃদয় নম: ও ঈশ্বরজিত নাগ দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের শুভজিৎ দাস পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।