নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি. স.) : রাজ্যগুলিকে কোভিডের উপযুক্ত আচরণবিধি পালন করার নির্দেশ দিল কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য শুক্রবার ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছেন।
ফের কোভিড বাড়ছে দেশে। এই অবস্থায় আগামী ১০ এবং ১১ তারিখ যেন সমস্ত হাসপাতালে মহড়া নিতে বলেন মান্ডব্য। সেই সঙ্গে বলেন, স্বাস্থ্য পরিকাঠামো ঠিক আছে কিনা তা দেখতে অবশ্যই যেন স্বাস্থ্যমন্ত্রীরা সশরীরে হাজির থাকেন। কোভিড পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর ওপর গুরুত্ব দিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এদিন কোভিড নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই মিটিংয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা হাজির ছিলেন। ছিলেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাজেশন আধিকারিকরাও। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ শতাংশ কোভিড বেড়েছে। ৬ হাজার ৫০টি নতুন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৮ হাজার ৫৩৩টি করোনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার রিপোর্ট অনুসারে দিল্লিতে ৬০৬টি নতুন আক্রান্ত হওয়ার রিপোর্ট মিলেছে। মহারাষ্ট্রে কোভিড লাফিয়ে বেড়েছে।
বৈঠকে কোভিড পরীক্ষা বাড়াতে বলা হয়েছে। হটস্পটগুলি জরুরি ভিত্তিতে চিহ্নিত করার জন্য পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সব রাজ্যকে এই বিষয়ে সতর্কতা কেন্দ্রের। সরকারি নির্দেশে উল্লেখ করা আছে যে করোনাভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার সংক্রমণের পদ্ধতি, লক্ষ্মণ এবং উপসর্গের ক্ষেত্রে বেশ কয়েকটি মিল রয়েছে। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরই হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার যন্ত্রপাতি, পরিকাঠামো খতিয়ে দেখতে শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রাথমিকভাবে কেরল, গুরজাত, মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ধরা পড়লেও ক্রমশ তা ছড়িয়ে পড়ছে অন্য রাজ্যগুলিতেও। এই মুহূর্তে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৮ হাজার ৩০৩। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।