– ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, যোগ ভুলে গেছিলাম, প্রধানমন্ত্রী মনে করিয়েছেন
ডিব্রুগড়(অসম), ৭ এপ্রিল(হি. স.) : দেশ যোগ মহোত্সব পালনের পথে এগিয়ে চলেছে। অমৃতকালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ময়দানে আজ থেকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন পর্যন্ত ৭৫দিন ব্যাপী শিবিরের সূচনা হয়েছে। এদিন যোগ মহোত্সবে বড় ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল। তাঁর ঘোষণা, ডিব্রুগড়ে শীঘ্রই ১০০ শয্যা বিশিষ্ট যোগ এবং ন্যাচারোপ্যাথি হাসপাতাল স্থাপন করবে আয়ুষ মন্ত্রক।
এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বহু যোগ আবারও মানুষের জনপ্রিয় করে তুলার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। তাঁর কথায়, ভারতের ঐতিহ্য যোগ আমরা ভুলতে বসেছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আজ সারা বিশ্বে যোগ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
মেগা যোগ শিবিরে আজ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সানোয়াল ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা, অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চোনা মইন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী তথা ডিব্রুগড়ের সাংসদ রামেশ্বর তেলি, বিদেশ মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং, অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কেশব মহন্ত, মণিপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সপম রঞ্জন সিংহ, মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী এ টি মন্ডল, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জিতেন হাজারিকা সহ অন্যান্যরা।
এদিন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেন, ডিব্রুগড়ের প্রাচীন পরিবেশে এই যোগ মহোত্সবের আয়োজন খুবই আনন্দের এবং গর্বের বিষয়। তাঁর কথায়, আজ এই যোগ শিবিরের সহস্রাধিক মানুষের অংশগ্রহণ যোগকে স্বাস্থ্যকর ও উন্নত ভবিষ্যতের দিকে বিশ্বব্যাপী আন্দোলিত করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্কল্পকে সার্থক রূপ দেবে।
সাথে তিনি যোগ করেন, ডিব্রুগড়ে আয়ুষ মন্ত্রক ১০০ শয্যা বিশিষ্ট যোগ এবং ন্যাচারোপ্যাথি হাসপাতাল স্থাপন করবে। এই ঘোষণা দিয়ে তিনি বলেন, আজকের এই মহতী অনুষ্ঠানে মন্ত্রকের তরফে স্বাস্থ্য পরিষেবাকে আরও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। তাঁর সহযোগিতা ছাড়া উত্তর-পূর্বাঞ্চলে এধরনের স্বাস্থ্য পরিষেবা চালু করা সম্ভব নয়। তাঁর দাবি, এই স্বাস্থ্য কেন্দ্র অসমের মানুষের চিকিত্সায় প্রয়োজনীয়তা পূরণ করবে। তিনি বলেন, মোরার্জি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় যোগ অনুশীলনকারীদের ইকোসিস্টেম বিকাশে মৌ স্বাক্ষর করেছে যা যোগাকে প্রত্যেকের স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসাবে গড়ে তোলার আমাদের প্রতিশ্রুতি আরও জোরদার করবে।
এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা বলেন, এক পরিবার যোগার মাধ্যমেই সম্ভব হবে। যোগ ব্যায়াম নতুন, আমাদের দেশে বহু পুরনো। কিন্তু, আমরা সেই অভ্যাস ভুলে গেছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পাশাপাশি সারা বিশ্বের কাছে যোগকে জনপ্রিয় করে তুলেছেন। তাঁর কথায়, যোগ আত্মা, মন এবং আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তুলে। চিন্তা থেকে মুক্তি, সুচিন্তক হিসেবে আমাদের গড়ে তুলে। তাতে, দেশ, পরিবার এবং সমাজের জন্য কাজ করা সম্ভব হয়। তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়ালকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
আজকের যোগ মহোত্সবে ভারতীয় ছাত্রছাত্রীদের পাশাপাশি তান্জানিয়া, উগান্ডা, কেনিয়া, টোগো, নেপাল, নাইজেরিয়া, লেসোথো, বত্সবনা, ইজিপ্ট, নামিবিয়া এবং কোরিয়া থেকে আগত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন।

