ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক কসমোপলিটনের

কসমোপলিটন:-‌ ৯৭/১০(২০)

মৌচাক:-‌ ৯০/৭(১৯.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।।জয়ের হ্যাটট্রিক করলো কসমোপলিটন ক্লাব। লো স্কোরিং ম্যাচে কসমোপলিটন ৭ রানে পরাজিত করলো মৌচাক ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগ পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত  শুক্রবার বিকেলের ম্যাচে কসমোপলিটন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মাত্র ৯৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে এমেয়া সুমন ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭, দলনায়ক পল্লব দাস ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং অভিষেক শর্মা ৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। মৌচাকের পক্ষে সৌরদীপ দেববর্মা (‌৩/‌১২) এবং শ্যামল বিশ্বাস (‌২/‌২৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে মৌচাক ক্লাব ৯০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শশীকান্ত বীন ৪২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯, এবং প্রীতম দাস  ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। কসমোপলিটনের পক্ষে চন্দন রায় (‌৩/‌১৫), দলনায়ক পল্লব দাস (‌২/‌১০) এবং ইন্দ্রজিৎ দেবনাথ (‌২/‌২২)‌ সফল বোলার। ‌‌‌‌