কমলাসাগরে হনুমান পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷  কমলাসাগর প্রখণ্ড বিশ্ব হিন্দু  পরিষদের উদ্যোগে বজরং দল হনুমান জয়ন্তীর শুভ দিনে রাম নবমী শোভাযাত্রা আয়োজন করে৷ শোভা যাত্রাটি মধুপুর বাজার থেকে শুরু হয়ে উত্তম চৌমুহনি গোশালায় পরিসমাপ্ত ঘটে৷ রামনবমীর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি , বিশালগড় ব্লক চেয়ারপার্সন  ছন্দা দেববর্মা,  বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাগণ৷