হাফলং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : দেশের অসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন ডিমা হাসাও জেলার বিশিষ্ট সমাজকর্মী ড. রামকুয়াংবে জেমি নিউমে। রাষ্ট্রপতি ভবনে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম ডিমা হাসাও জেলার সমাজকর্মী রামকুয়াংবে জেমি নিউমেকে দেশের অসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেছেন।
উল্লেখ্য, দেশের ৭৪-তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গৃহ মন্ত্রালয় ঘোষণা করেছিল ২০২৩ সালের পদ্মশ্রী প্রাপকদের নাম। সমাজকর্মী রামকুয়াংবে জেমি নিউমে ডিমা হাসাও জেলার লোদি গ্রামের বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা আধিকারিক। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে রামকুয়াংবে জেমি নিউমের অবদান অনস্বীকার্য। তিনি নাগা জনগোষ্ঠীর হেরাক্কা ধর্মকে রক্ষা ও সংরক্ষণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি ডিমা হাসাও জেলায় মহিলাদের শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন।
রামকুয়াংবে জেমি নিউমে স্বাধীনতা সংগ্রামী রানি মা গাইদিনলিউর ব্যক্তিগত সচিব হিসেবে ৭০ দশকে কাজ করেছিলেন। সমাজের প্রতি দায়বদ্ধতা ও একজন বিশিষ্ট সমাজকর্মী হিসেবে কাজ করে যাওয়ার জন্য কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয় রামকুয়াংবে জেমির নাম পদ্মশ্রীর জন্য মনোনীত করে।
বুধবার রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্ৰমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে পদ্মশ্রীপ্রাপ্ত রামকুয়াংবে জেমি নিউমেকে আগামী ৮ এপ্রিল ডিমা হাসাও জেলায় বিপুল সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিয়েছে জেমি কাউন্সিল অসম।
৮ এপ্রিল তিনি দিল্লি থেকে হাফলং ফিরবেন। এদিনই তাঁকে বড় হাফলঙের রানি মা গাইদিনলিউর প্রতিমূর্তির পাশে বিপুল সংবর্ধনা জানানোর পাশাপাশি এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিয়ে আসা হবে হাফলঙের পার্শ্ববর্তী লোদি গ্রামে তাঁর বাসভবনে।