দেশকে বাঁচাতে হবে আমাদের, আমেরিকায় এমন কিছু ঘটতে পারে তা কখনও ভাবিনি : ডোনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্ক, ৫ এপ্রিল (হি.স.): “আমেরিকাকে বাঁচাতে হবে আমাদের।” বললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। তাঁর মতে, আমেরিকায় এমন কিছু ঘটতে পারে তা কখনও ভাবিনি। আসলে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাক-নির্বাচনমূলক তিনটি মামলার জন্য অভিযুক্ত হয়েছেন। যদিও ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, কোনও কিছুই অবৈধভাবে করা হয়নি। আদালতের কার্যক্রম শেষে ট্রাম্প একটি শোভাযাত্রা নিয়ে আদালত প্রাঙ্গণ ছাড়েন। পরে ট্রুথ সোশ্যাল-এ বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেছেন, “আমাদের দেশকে বাঁচাতে হবে। আমি কখনই ভাবিনি আমেরিকায় এরকম কিছু ঘটতে পারে, একমাত্র অপরাধ যা আমি করেছি, যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় তাঁদের থেকে নির্ভীকভাবে রক্ষা করা।”

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প আরও বলেছেন, “হান্টার-বাইডেন ল্যাপটপ বাইডেন পরিবারকে অপরাধী হিসাবে প্রকাশ করেছে, পোলস্টারদের মতে নির্বাচনের ফলাফলে ১৭-পয়েন্ট পার্থক্য তৈরি করবে, আমাদের এর চেয়ে অনেক কমই দরকার, এটি আমাদের পক্ষে ছিল কারণ আমাদের দেশ নরকের দিকে যাচ্ছে।” উল্লেখ্য, মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল ট্রাম্পের, কিন্তু আদালতে গেলে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। প্রাক্তন পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ব্যবসা সংক্রান্ত ভুয়া তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে।যদিও ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন।