নয়াদিল্লি, ৫ এপ্রিল(হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৬ থেকে ৮ এপ্রিল অসম সফরকালীন তিনি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানেও উড়বেন।
রাষ্ট্রপতি মুর্মু সচিবালয় অনুসারে, ৭ এপ্রিল রাষ্ট্রপতি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজা উৎসব-২০২৩-এর উদ্বোধন করবেন। পরে গুয়াহাটিতে তিনি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অভিযান-২০২৩-এর পতাকা যাত্রা করবেন। একই দিনে, তিনি গৌহাটি হাইকোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উদযাপনেও অংশ নেবেন। ৮ এপ্রিল, রাষ্ট্রপতি তেজপুর এয়ার ফোর্স স্টেশনে একটি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান উড়বেন।