ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে উচ্চ আদালতে পিটিশন মথা বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫এপ্রিল৷৷  ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে উচ্চ আদালতে পিটিশন দাখিল করলেন বিধায়ক বিশ্বকেতু দেববর্মা ও আইনজীবী অ্যান্টনি দেববর্মা৷ বুধবার এই মামলাটি ওঠে উচ্চ আদালতের ডিভিশন ব্যাঞ্চে৷ আইনজীবী অ্যান্টনি দেববর্মা জানান তারা আদালতকে অবগত করেছেন ভিলেজ কাউন্সিল নির্বাচন করানো নিয়ে আগে দুইবার পি আই এল করা হয়েছিল৷ একই সঙ্গে আদালতকে জানানো হয় ২০২২ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচন করানোর যে  নির্দেশ দিয়েছিলেন তা কার্যকর করা হয়নি৷ এই ক্ষেত্রে আদালত অবমাননার মামলা দাখিল করা হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ অথচ ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কোন নোটিফিকেশন জারি করা হয়নি৷ এই ক্ষেত্রে উচ্চ আদালতের প্রধান বিচারপতি বক্তব্য শোনার পর জানান গনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে৷ গত দুই বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো ভিলেজ নির্বাচন করানো যায়নি৷ আগামী ১৩ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন অ্যাডভোকেট জেনারেলকে৷  আইনজীবী অ্যান্টনি দেববর্মা আরো জানান ব্রু শরণার্থীদের নাম ইলেট্ররাল রোলে তোলার বিষয়টিও আদালতকে অবগত করা হয়েছে৷ একই সঙ্গে এডিসিতে এখনোও টাউন কমিটি গঠন করা হয়নি বলেও আদালতকে জানানো হয়৷ এই অবস্থায় আদালত তাদের পি এল আই গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে সময় দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *