নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): বিগত কয়েকদিনের লুকোচুরি শেষ, অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কেরলের কোঝিকোড়ে ট্রেনে আগুন মামলার অভিযুক্ত। মহারাষ্ট্রের রত্নাগিরি জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ওই সন্দেহভাজনকে। ধৃতকে বুধবারই কেরল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই অভিযুক্তের নাম-শাহরুখ সৈফি। মহারাষ্ট্র এটিএস জনিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা ও মহারাষ্ট্র এটিএস-এর যৌথ দল রত্নাগিরি থেকে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে কেরল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যে ব্যক্তি জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাকে মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার জন্য মহারাষ্ট্র সরকার, তাঁদের পুলিশ, আরপিএফ ও এনআইএ-কে ধন্যবাদ জানাতে চাই আমি। উল্লেখ্য, গত রবিবার রাতে আলপ্পুঝা-কন্নুর এগ্জিকিউটিভ এক্সপ্রেস ট্রেনে এলাথুর রেলস্টেশনে ঢোকার মুখে ডি১ কোচের মধ্যে যাত্রীদের মধ্যে ঝামেলা শুরু হয়। কথা কাটাকাটির সময় রাগের মাথায় সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আতঙ্কে কোচের এক যাত্রী অ্যালার্ম চেন টানার পর তিন জন যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন বলে যাত্রীদের দাবি। অন্য যাত্রীরা নিজেদের বিপদের হাত থেকে বাঁচাতে ট্রেনের অন্য কোচে আশ্রয় নেন। ট্রেন থামানোর সঙ্গে সঙ্গে আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার চার ঘণ্টা পর রেললাইন থেকে তিন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে এক শিশুও ছিল। সেই ঘটনার অভিযুক্তকে অবশেষে পাকড়াও করা হয়েছে।

