চলমানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে কো:ফাইনাল নিশ্চিত স্ফুলিঙ্গের

স্ফুলিঙ্গ:- ১২৮/৮(২০)

চলমান:- ৯৮/১০(১৯.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাট্রিক স্ফুলিঙ্গ ক্লাবেরও। পরপর দুই ম্যাচে মৌচাক ও ইউনাইটেড বিএসটি-কে হারানোর পর আজ, বুধবার হারালো চলমান সংঘকে। তাও ৩০ রানের বড় ব্যবধানে। পরপর তিন ম্যাচে জয়ের সুবাদে স্ফুলিঙ্গ ক্লাব জয়ের হ্যাট্রিকের পাশাপাশি গ্রুপ এ-র পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে কোয়ার্টার ফাইনালে খেলাও নিশ্চিত করে নিয়েছে। খেলা ছিল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে স্ফুলিঙ্গ ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। কারও ব্যাটে তেমন বড় রান আসেনি। তবে শ্যাম শাকিল গনের ৩৫ রান ও মনি শংকর মুড়াসিংয়ের ২৫ রান উল্লেখযোগ্য। চলমানের লক্ষণ পাল ১৪ রানে দুটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে চলমান সংঘ ৯৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। তখনও সীমিত কুড়ি ওভার শেষ হওয়ার পাঁচটি বল বাকি ছিল। অমিত দাসের ব্যাটে ২৯ রান উল্লেখ করার মতো। স্ফুলিঙ্গের মনিশংকর মুড়া সিং ৮ রানে তিনটি এবং সানি সিং দুটি উইকেট পেয়েছে।  দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মনিশঙ্কর মুড়াসিংকে প্লেয়ার অফ দ্যা ম্যাচের মর্যাদা দেওয়া হয়েছে।