মুর্শিদাবাদ, ৫ এপ্রিল (হি. স.) : মহার্ঘভাতার (ডিএ) দাবিতে ধর্মঘট আন্দোলনে সামিল হয়ে স্কুলে অনুপস্থিত থাকায় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ৬১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে কারণ দর্শাতে বলেছে জেলা শিক্ষা দফতর। তারই প্রতিবাদে এবং জবাব দিতে অভিনব কৌশল গ্রহণ করলেন শিক্ষক- শিক্ষিকারা।
বুধবার দুপুরে ঢাক বাজনা নিয়ে নাচতে নাচতে এসআই অফিসে কারণ দর্শানোর জবাব দিতে আসেন ৬১ জন শিক্ষক শিক্ষিকা। হাতে কারণ দর্শানোর বিজ্ঞপ্তির ও তার উত্তর নিয়ে কার্যত ফরাক্কা ব্যারেজের এসআই অফিসে চত্বরে উদ্দীপনার সঙ্গে অভিনব প্রতিবাদের মাধ্যমে জবাব দেন শিক্ষকরা।
গত ১০ মার্চ ডিএ’র দাবিতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য ফরাক্কা সার্কেলের বিভিন্ন স্কুলে এর আগে ৭৪ জন শিক্ষক শিক্ষিকাদের কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়। তারপর আবারও ৬১ জন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তারই জবাব দিতে অভিনব উদ্যোগ নিলেন তাঁরা। এখন পর্যন্ত মোট ১৩৫ জন শিক্ষক শিক্ষিকাকে কারণ দর্শাতে বলেছে জেলা শিক্ষা দফতর।