সদর বি:- ৮৯
উদয়পুর:- ৪৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।।রাজ্য ট্রফি এবছর থাকছে সদরেই। রাজ্য সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে সদর মহকুমার ‘এ’ এবং ‘বি’ দল। ৬ এপ্রিল এম বি বি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচটি। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। সোমবার নিপকো মাঠে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় সেমিফাইনালে সদর ‘বি’ ৪৬ রানে পরাজিত করে উদয়পুর মহকুমাকে। সদর ‘বি’-র গড়া ৮৯ রানের জবাবে উদয়পুর মহকুমা মাত্র ৪৩ রান করতে সক্ষম হয়। সদর ‘বি’-র আকাশ দেবনাথ ৪ টি, সন্দীপন দাস এবং স্পন্দন বনিক ৩ উইকেট পেয়েছে। রবিবার সেমিফাইনালের প্রতিবেদন করার সময়ই বলা হয়েছিলো উদয়পুরের কোচ সুবল চৌধুরির ‘তুরুপের তাস’ শ্রীমন দেবনাথ। শ্রীমনকে দ্রুত ফেরাতে পারলেই ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হবে সদর ‘বি’-র। কার্যত তাই হলো। এদিন সকালে টসে জয়লাভ করে উদয়পুরের অধিনায়ক সদর ‘বি’কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সদর ‘বি’-র ইনিংসও শুরু থেকে নড়বড়ে ছিলো। শেষের দিকে ময়ুখ চৌধুরি এবং স্পন্দন বনিক যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে দলীয় স্কোর সম্ভবত ৬০ রানের গন্ডি পার হতো না। দলের পক্ষে ময়ুখ ৫০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪, স্পন্দন বনিক ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২, ইয়াশ দেববর্মা ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং আকাশ দেবনাথ ৫২ বল খেলে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ১৭ রান। উদয়পুরের পক্ষে সুরজিৎ দেবনাথ (৩/১০) এবং বীরজিৎ দাস (৩/২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সদর ‘বি’-র বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে উদয়পুর মহকুমার ক্রিকেটাররা। আর ২২ গজে তেমনভাবে দাড়াতেই পারেনি। শেষ পর্যন্ত মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় দল। সুবল চৌধুরির ‘তুরুপের তাস’ শ্রীমন কিচুটা লড়াই করার মানসিকতা দেখায়। শ্রীমন ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। সদর ‘বি’-র পক্ষে আকাশ দেবনাথ (৪/৭), স্পন্দন বনিক (৩/৬) এবং সন্দীপন দাস (৩/১২) সফল বোলার।

