নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ আগরতলায় আজ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী জি-২০ বিজ্ঞান বিষয়ক সম্মেলন৷ চলবে ৪ এপ্রিল পর্যন্ত৷ এই প্রথম রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ বি’ান বিষয়ক সম্মেলন৷বিজ্ঞান বিষয়ক এই সম্মেলনের থিম হচ্ছে ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার৷ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইণ্ডোর প্রদর্শনী হলে দু’দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ সম্মেলনে সবাইকে স্বাগত জানিয়ে জি-২০-র ভারতীয় প্রতিনিধি অধ্যাপক নরিন্দার মেহেরা বলেন, ত্রিপুরার আতিথেয়তা তার হৃদয়কে স্পর্শ করেছে৷ তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গোটা পৃথিবীকে আরও বেশি সবুজায়ন করে গড়ে তোলার ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে হবে৷ নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে৷ এই ধরনের শীর্ষ সম্মেলনের সুুযোগ যথাযথভাবে কাজে লাগানোর জন্য সবাইকে এগিয়ে আসার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷
সম্মেলনে আলোচনার প্রারম্ভিক সূচনাপর্বে ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টেফিক অ্যাডভাইজর অধ্যাপক অজয় সুুদ বলেন, শিল্পায়নের ক্ষেত্রে ক্লিন এনার্জির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ ক্লিন এনার্জি নিয়ে যেসব সমস্যা রয়েছে তা দূরীকরণে কার্যকরী পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন৷ পরিবেশকে দূষণমুক্ত রেখে ক্লিন এনার্জি কিভাবে উৎপাদন করা যায় সেই বিষয়গুলি দেখা প্রয়োজন৷ আজকের এই আলোচনা সংশ্লিষ্ট ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং বিভিন্ন বিষয়গুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানে সহায়ক হবে৷ ক্লিন এনার্জির ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেন যথাযথভাবে কাজে লাগানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷
সম্মেলনের সূচনাপর্বে জি-২০ সম্মেলনের সভাপতিত্বকারী দেশ ভারতের প্রতিনিধি আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টির উপর আলোকপাত করেন৷ তিনি বলেন, ক্লিন এনার্জি উৎপাদনে গবেষণা, উদ্ভাবনী উদ্যোগ বর্তমানে প্রাসঙ্গিক একটি বিষয়৷ সম্মেলনে জি-২০-র সদস্য দেশ বাজিলের প্রতিনিধি বলেন, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে৷ তিনি রাজ্যের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন৷ ভিডিও বার্তার মাধ্যমে জি-২০-র অন্যতম সদস্য দেশ ইন্দোনেশিয়ার প্রতিনিধিও আলোচনায় অংশ নেন৷ সম্মেলনে জি-২০ ভুক্ত দেশগুলির প্রতিনিধি সহ ভারত সরকারের প্রতিনিধি এবং বি’ানীরা অংশগ্রহণ করেছেন৷