সুরাট, ৩ এপ্রিল(হি.স.) : পদবি মন্তব্য মামলায় জামিন পাওয়ার পরেই ফের গর্জে উঠলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সোমবার সুরাট দায়রা আদালত থেকে জামিন পাওয়ার পরেই টুইটে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে নেমেছি। এই লড়াইয়ে সত্যই আমার অস্ত্র। সত্যই আমার আশ্রয়। আমি দেশের হয়ে কথা বলছি। তার জন্য যে কোনও মূল্য চোকাতে রাজি।’
চার বছর আগে ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে গত ২৩ মার্চ প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিল সুরাট নিম্ন আদালত। পরের দিন ২৪ মার্চ নজিরবিহীন তৎপরতায় তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শাস্তি ঘোষণার ১১ দিন বাদে এদিন সাজা স্থগিত রাখার আর্জি জানিয়ে সুরাট দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, জনপ্রতিনিধি আইন অনুযায়ী, দেশের আইনসভার কোনও সদস্য দু’বছর বা তার বেশি মেয়াদের জন্য সাজাপ্রাপ্ত হলে ৬ বছরের জন্য তাঁর সদস্যপদ খারিজ হয়ে যাবে। ওই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি কোনও নির্বাচনেও দাঁড়াতে পারবেন না। তবে উচ্চ আদালত নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিলে বা পুরনো রায় খারিজ করে দিলে অভিযুক্তের আইনসভার সদস্যপদ ফিরিয়ে দিতে হবে। অবশেষে এই মামলায় বাড়ল তাঁর জামিনের মেয়াদ। মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। এদিকে, শাস্তি খারিজের দাবিতে আদালতের যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান রাহুল, তার পরবর্তী শুনানি ৩ মে।