মুম্বই, ৩ এপ্রিল (হি.স.) : বলিউডে পা রাখছেন কুমার শানুর কন্যা শ্যানন। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি ‘চল জিন্দেগি’। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক। শুধুমাত্র শ্যানন-ই নন এই ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখছেন আরও অভিনেতা বিবেক দাহিয়া। ইতিমধ্যেই সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন শ্যানন।
জানা গিয়েছে, ছবিটি একটি সফরের গল্প। পরিচালনা করেছেন বিবেক শর্মা। শ্যানন ও বিবেক ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্র, মিতা বশিষ্ঠ ও বিক্রম সিংহ। ছবিতে বাবা কুমার শানুর সঙ্গে দুটি গানও রয়েছে শ্যাননের। ছবিটি প্রযোজনা করেছেন প্রিয়ঙ্কা জৈন, প্রকাশ রাকা, বৈভব পঞ্চ ও ঋত্বিকা শর্মা।
2023-04-03