ভেটারেন্স টেবিল টেনিস টুর্নামেন্টে এন্ট্রির আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।।রাজ্য উন্মুক্ত ভেটারেন্স টেবিল টেনিস প্রতিযোগিতা ২৩ এপ্রিল। খেলা হবে এন এস আর সি সি-‌র টেবিল টেনিস হল-এ। রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় এবং রাজ্য সংস্থার উদ্যোগে হবে আসর। বয়স ভিত্তিক ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০, ৬০ থেকে ৭০ এবং ৭০ বছর উর্ধ্ব বিভাগের খেলোয়াড়রা আসরে অংশ নিতে পারবেন। সিঙ্গেলস, ডাবলস এবং মিক্সড ডাবলস-‌ এই তিন বিভাগে হবে আসর। আসরে অংশ নিতে ইচ্ছুক ভেটারেন টেবিল টেনিস খেলোয়াড়দের ১৭ এপ্রিলের মধ্যে নাম জমা দিতে হবে। সিঙ্গেলস এবং ডাবলস ইভেন্টে নির্দিষ্ট হারে এন্ট্রি ফি স্থির করা হয়েছে। এন্ট্রি জমা দিতে হবে আশিষ চৌধুরি (‌৯৪৩৬৪৮৪৫৬২) বা জয়ন্ত মজুমদারের (‌৭০০৫৪২৭৪০২) কাছে। বিস্তারিত জানার জন্য প্রয়োজনে ফোনেও যোগাযোগ করে নিতে পারেন। অংশগ্রহণেচ্ছু খেলোয়াড়দের ১৬ এপ্রিল থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে এনএসআরসিসি-র ইনডোরে অনুশীলনের ব্যবস্থাও করবেন উদ্যোক্তারা। ২৩ এপ্রিল সকাল ৯ টায় শুরু হবে আসর। পশ্চিম জেলা টেবিল টেনিস সংস্থার সম্পাদিকা শ্যামলী বনিক এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *