নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন ও কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ কুমারঘাট পুরপরিষদ, পেঁচারথল ও কুমারঘাট ব্লক প্রশাসনের সহযোগিতায় কুমারঘাটের প’ায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এই মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুুধাংশু দাস এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি রূপায়ণে টিসিএস অফিসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ সরকারি কর্তব্য পালনের বাইরেও টিসিএস অফিসার্সগণ রক্তদানে এগিয়ে এসেছেন৷ তাদের এই ভূমিকা প্রশংসনীয়৷ তিনি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই টিসিএস অফিসার্সগণ এই উদ্যোগ নিয়েছেন৷ তাদের এই রক্ত একটা মুমূর্ষু রোগীর জীবন দান করবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, বিধায়ক ভগবান দাস, কুমারঘাট প’ায়েত সমিতির চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, ঊনকোটি জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার৷ স্বাগত বক্তব্য রাখেন কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুুবত কুমার দাস৷ মেগা রক্তদান শিবিরে ১৮ জন মহিলা সহ ১০১ জন রক্তদান করেন৷