BRAKING NEWS

রাশিয়ার সেনা ব্লগার খুনে গ্রেফতার এক সন্দেহভাজন  

মস্কো, ৩ এপ্রিল (হি.স.) :  সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত রুশ সেনা ব্লগার ভ্লাডলেন তাতারস্কি। আর ওই বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে ডারিয়া ত্রেপোভা নামে ২৬ বছরের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ত্রেপোভাকে এর আগে ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে মিছিল সংগঠিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণের পিছনে তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেছেন ত্রেপোভা।  
গতকাল রবিবার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে প্রাণ হারিয়েছিলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার অন্যতম সমর্থক বিখ্যাত সেনা ব্লগার ভ্লাডলেন তাতারস্কি। বিস্ফোরণে আহত হয়েছিলেন আরও ১৬ জন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বিস্ফোরণের পরেই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ওই সিসিটিভি ফুটেজে ডারিয়া ত্রেপোভাকে ক্যাফেতে বসে থাকতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, ক্যাফেতে ঢোকার আগে তাঁর হাতে একটি ছোট্ট প্যাকেটও দেখা গিয়েছিল। তদন্তকারীরা নিশ্চিত, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে সরব ত্রেপোভার হাতে থাকা প্যাকেটেই বিস্ফোরক ছিল।
ক্যাফেতে বিস্ফোরণের সময়ে হাজির থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘একই টেবিলে ভ্লাডলেন তাতারস্কির সঙ্গে বসে ছিল ২৬ বছরের ত্রেপোভা। এমনকী নিহত রুশ সেনা ব্লগারকে একটি মূর্তিও উপহার দিয়েছিলেন। ওই মূর্তি হাতবদলের সময়েই বিস্ফোরণ হয়।’ তদন্তকারীরা মনে করছেন, ওই মূর্তিতেই বিস্ফোরক ছিল। যুদ্ধের সমর্থক তাতারস্কিকে খুনের নির্দিষ্ট লক্ষ্য নিয়েই ক্যাফেতে এসেছিল ত্রেপোভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *