ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।। যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত স্পোর্টস এন্ড গেমস ফেস্ট-২০২৩ রবিবার শেষ হয়েছে। আগরতলায় এগিয়ে চলো সংঘের মাঠে আয়োজিত সাংবাদিক এবং তাদের পরিবার-পরিজনদের নিয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এবারকার স্পোর্টস ফেস্ট শেষ হয়েছে। আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যা এবং সংবাদ জগতে জড়িত সকলের পরিবার পরিজনদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় আয়োজিত স্পোর্টস ফেস্ট আজ অনেকটাই প্রাণবন্ত ছিল। শুরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী, আগরতলা প্রেস ক্লাবের সচিব রমাকান্ত দে, স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরহিত করেন প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। শুরুতে স্বাগত ভাষণ রাখেন প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে। উদ্বোধক ও অতিথিদের প্রত্যেকেই নিজেদের সংক্ষিপ্ত ভাষণে দীর্ঘ বছর পর আগরতলা প্রেসক্লাবের এধরনের প্রাণবন্ত স্পোর্টস এন্ড গেমসের আয়োজনে উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করেন এবং আগামী দিনেও তা জারি রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিযোগিতা চলাকালীন সময়ে সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা আগরতলা প্রেসক্লাবের প্রাক্তন সচিব প্রণব সরকার এবং এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত প্রমূখ উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং এগিয়ে চলো সংঘের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। প্রতিযোগিতায় সাব-জুনিয়র ছেলে-মেয়েদের মধ্যে অনুষ্ঠিত স্পুন রেস-এ রশ্নি চন্দ, অনুভব রায়, স্বর্ণাঙ্কিত গোপ; কিক দ্য বল ইভেন্টে অমিতাংশু নাথ, অবৃত দেববর্মা, রুদ্রনীল কর; টেবিল টেনিস বল নিক্ষেপে ঋদ্ধিমান বণিক, রুদ্রনীল কর, অবৃত দেববর্মা; স্ট্যান্ডিং স্কিপিং-এ ডোনা ভট্টাচার্য, রুদ্রনীল দেবরায়, ঋদ্ধিমান বনিক; জুনিয়র ছেলে-মেয়েদের গ্রুপে শাটেল রানে রাজর্ষি দাস, প্রজ্ঞা সেন, কঙ্কনা গোস্বামী; কিক দ্য বল ইভেন্টে অনুভব রায়, কঙ্কনা গোস্বামী, প্রজ্ঞা সেন; টেবিল টেনিস বল নিক্ষেপে অনুভব রায়, রাজর্ষি দাস, কঙ্কনা গোস্বামী; মহিলা বিভাগে ছবিতে টিপ পড়ানো ইভেন্টে ইন্দ্রানী দে, সুস্মিতা রায় সেন, শেষাদ্রি দাশগুপ্তা; পাতিল ভাঙ্গা ইভেন্টে চন্দ্রিমা সিরকার, সুপর্ণা গোস্বামী, মনিকা দেব; মিউজিক্যাল চেয়ার ইভেন্টে চন্দ্রিমা সিরকার, চন্দ্রা রায়, পল্লবী ঘোষ; কিক দ্য বল ইভেন্টে প্রিয়াংকা ভট্টাচার্য, নমিতা রায়, রূপা দেবনাথ; পুরুষ বিভাগে কিক দ্য বল ইভেন্টে অঞ্জন দেব, সন্তোষ গোপ, সুপ্রভাত দেবনাথ; হিট দ্য স্ট্যাম্প ইভেন্টে বিকাশ ধানুকা, কিরিটি দত্ত, প্রসেনজিৎ সাহা; মিউজিক্যাল বল ইভেন্টে মিল্টন ধর, বিজয় দেবনাথ, নারায়ণ শীল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন। খুদে অংশগ্রহণকারী হিসেবে অন্তর্লীনা দে ও সোমাদ্রিতা দেব-কে সান্তনা পুরস্কার প্রদান করা হয়েছে। পুরুষদের টাগ অফ ওয়ার ইভেন্টে অভিষেক দেববর্মা, জাকির হোসেন, বিশ্বজিৎ দেবনাথ, প্রসেনজিৎ সাহা, পার্থসারথি দেব, অঞ্জন দেব, সুব্রত দে-কে নিয়ে গড়া টিম-সি চ্যাম্পিয়ন এবং সুমিত সিংহ, বিকাশ ধানুকা, মেঘধন দেব, মিল্টন ধর, অরিন্দম চক্রবর্তী, বিজয় দেবরায়, সমীর সাহা-কে নিয়ে গড়া টিম-বি রানার্স খেতাব পেয়েছে। অনুষ্ঠান ও স্পোর্টস ইভেন্ট পরিচালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। এছাড়া, জাজ ও রেফারির ভূমিকায় প্রখ্যাত অ্যাথলেট ও কোচ অমিয় দাস, রাজেশ মজুমদার, অর্পিতা মালাকার ও কামাল হোসেন দুর্দান্তভাবে সহযোগিতা করেছেন। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রেস ক্লাবের বর্ষীয়ান সদস্য-সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে বক্তৃতায় সংশ্লিষ্ট সকল অংশগ্রহণকারীর পাশাপাশি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও এগিয়ে চলো সংঘের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
2023-04-02