জি-২০ : হিমালয়ান কার র‍্যালির সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

শিলিগুড়ি, ২ এপ্রিল(হি.স.) : জি-২০ দ্বিতীয় পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠকে পতাকা নেড়ে হিমালয়ান ড্রাইভ ৯ কার র‍্যালির সূচনা করেন কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও উন্নয়ন মন্ত্রী (উত্তর-পূর্বাঞ্চল) জি কিষাণ রেড্ডি । পাশাপাশি দিনভর চলবে শীর্ষ সম্মেলনের আলোচনা সংক্রান্ত নানা কর্মসূচি।

উৎসবের আবহে উত্তরবঙ্গে শুরু হয়েছে তিনদিনের ‘জি-২০ দ্বিতীয় পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠক’। শিলিগুড়ি ও দার্জিলিংয়ে বৈঠকে পর্যটন এবং অ্যাডভেঞ্চার টুরিজমের রূপরেখা নিয়ে আলোচনা চলছে। সম্মেলের দ্বিতীয় দিনে রবিবার যোগাভ্য়াস দিয়ে দিনের শুরু হয়। এরপর কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও উন্নয়ন মন্ত্রী (উত্তর-পূর্বাঞ্চল) জি কিষাণ রেড্ডি পতাকা নেড়ে হিমালয়ান ড্রাইভ ৯ কার র‍্যালির সূচনা করেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী জন বার্লা । এরপর শুরু হয় পর্যটন নিয়ে মূল আলোচনা।