ভোপাল, ২ এপ্রিল(হি.স.) : রবিবার মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলার জবলপুর, উমারিয়া এবং পাঁচমাড়িতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৩.৬।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাচমাড়ি থেকে ২১৮ কিলোমিটার দূরে। এটি উত্তর-পূর্বে মাটির ভিতরে ২৩ কিলোমিটার গভীরে ছিল।
উমারিয়া জেলাশাসক ডাঃ কৃষ্ণ দেব ত্রিপাঠির মতে, এখনও পর্যন্ত ভূমিকম্পের কোনও রিপোর্ট পাওয়া যায়নি। এমনকি স্থানীয় নাগরিকরাও ভূমিকম্প অনুভব করেননি। চান্দিয়া তহসিল এলাকায় ভূমিকম্পের প্রভাব সম্পর্কে খবর পাওয়াগেলেও তবে এখন পর্যন্ত কোথাও থেকে নিশ্চিত হওয়া যায়নি। ভোপালের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উমারিয়া ও পাচমাড়িতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।