BRAKING NEWS

ওদালগুড়িতে বহু কোটি টাকার প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, আবরণ উন্মোচন কল্পনা বড়োর মূর্তির

ওদালগুড়ি (অসম), ২ এপ্রিল (হি.স.) : ওদালগুড়ি জেলায় আজ রবিবার বহু কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এছাড়া টংলায় আবরণ উন্মোচন করেছেন বিশিষ্ট সমাজকর্মী তথা অঙ্গনওয়াড়ি কর্মী প্রয়াত কল্পনা বড়োর একটি মূর্তি।

বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার রাজ্যের প্ৰতি প্ৰান্তের উন্নয়ন করতে বিশেষ গুরুত্ব প্ৰদান করে আসছে। আজ ওদালগুড়ি জেলা এবং সংলগ্ন অঞ্চলের সামগ্ৰিক উন্নয়নকে গুরুত্ব প্ৰদান করে বেশ কয়েকটি গুরুত্বপূৰ্ণ প্ৰকল্পের শিলান্যাস করে আনন্দিত আমি।’

মুখ্যমন্ত্রী আজ যে সকল প্রকল্পের শিলান্যাস করেছেন সেগুলি যথাক্ৰমে আমরুত ২.০-এর অধীনে টংলা নগর পানীয় জল সরবরাহ প্রকল্প, টংলায় পরিদৰ্শন বাংলো নিৰ্মাণ, টংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন, গ্ৰামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলে ব্ৰিচ ক্লোজিং, ননৈ নদীর জালিমুখ বাঁধ পুনর্নিৰ্মাণ, টংলা সামূহিক স্বাস্থ্যকেন্দ্ৰকে উপ-সংমণ্ডল স্বাস্থ্য কেন্দ্ৰে উন্নীতকরণ এবং ভেরগাঁওয়ে চিলারায় ভবন।

এছাড়া টংলা শহরের নালা-নৰ্দমার উন্নতি সহ সৌন্দর্যায়নের জন্য ২৫ কোটি টাকা এবং টংলা মহাবিদ্যালয়ে প্ৰেক্ষাগৃহ নিৰ্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদানের কথাও আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বহু সাধারণ ও গণ্যমান্য ব্যক্তিদেরর সঙ্গে ছিলেন অসম বিধানসভার অধ্যক্ষ শ্ৰীবিশ্বজিৎ দৈমারি, পরিষদীয় মন্ত্রীবর্গ যথাক্রমে জয়ন্তমল্ল বরুয়া, ডা. রণোজ পেগু, অশোক সিংঘল, কেশব মহন্ত, সঞ্জয় কিষাণ, সাংসদ দিলীপ শইকিয়া, বিটিসি-র মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য প্ৰমোদ বড়ো, উপ-মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য গোবিন্দ বসুমতারি প্রমুখ। অনুষ্ঠানস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে উপস্থিত আবালবৃদ্ধমহিলা মুখ্যমন্ত্রীকে স্পর্শ করতে প্রতিষোগিতা শুরু কর দেন। মুখ্যমন্ত্রীও তাঁর সামর্থ অনুযায়ী তাঁদের বিমুখ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *