BRAKING NEWS

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে হত্যার হুমকি-বার্তা আমেরিকা-ভিত্তিক ‘শিখস ফর জাস্টিস’-এর

গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে হত্যার হুমকি-বার্তা পাঠিয়েছে আমেরিকা-ভিত্তিক ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর। আজ রবিবার বেলা দুটো নাগাদ রাজ্যের প্রায় এক ডজন সাংবাদিক একটি রেকর্ডেড ভয়েস কল পেয়েছেন। এতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ডিব্রুগড়ের জেলে বন্দি খালিস্তানি সমর্থকদের নির্যাতনের অভিযোগে একটি সতর্ক-বার্তা দেওয়া হয়েছে। বার্তায় কণ্ঠস্বর দাবি করেছে, এটি শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর জেনারেল কাউন্সেল গুরপতওয়ান সিং পান্নুর কাছ থেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এই সংগঠন ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অডিওর বক্তা নিজেকে খালিস্তানিপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের সমর্থক বলে পরিচয় দিয়ে বলেছেন, ‘অসমে বন্দি শিখ খালিস্তানপন্থীদের নির্যাতন করা হচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনুন সিএম শর্মা, লড়াইটা হচ্ছে খালিস্তানপন্থী শিখ এবং ভারতীয় শাসন ও মোদীর মধ্যে। শর্মা, এই সহিংসতার শিকার হবেন না। আমরা খালিস্তান গণভোটের শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় দখলদারিত্ব থেকে পঞ্জাবের মুক্তি চাইছি। শর্মা, আপনার সরকার যদি ছয়জনকে অত্যাচার ও হয়রানি করে, তা-হলে আপনাকে জবাবদিহি করতে হবে। বার্তাটি শিখস ফর জাস্টিস (এসআইসি)-এর জেনারেল কাউন্সেল গুরপতওয়ান সিং পান্নুর কাছ থেকে এসেছে।’

এদিকে মুখ্যমন্ত্ৰীকে হত্যা সংবলিত অডিও-বাৰ্তা প্ৰসঙ্গে আজ বিসেলে অসমের পুলিশ প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং সাংবাদিক সম্মেলন করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে ডিজিপি সিং বলেন, এই সংগঠনটিকে ২০১৯ সালে ভারত সরকার নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। এর পর ২০২০ সালে গুরপতওয়ান সিং পান্নুকে একজন সন্ত্ৰাসবাদী বলে ঘোষণা করেছে ভারত সরকার। এই সংগঠন নিউয়ৰ্কে-ভিত্তিক সংগঠন। পান্নু কানাডায় একজন আইনজীবী হিসেবে কৰ্মরত। তাঁর বিরুদ্ধে ভারত সরকার ইতিমধ্যে লুকআউট নোটিশ জারে করেছে। পান্নুর আদি বাড়ি পঞ্জাবের অমৃতসরে। ভারত সরকার ইতিমধ্যে গুরপতওয়ান সিং পান্নুর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে।

অসমের পুলিশ-প্রধান জিপি সিং জানান, অসম পুলিশ ঘটনা সম্পর্কে এক মামলা রুজু করে কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থাকে এই অডিও-ক্লিপ পাঠিয়েছে, যাতে এ ব্যাপার যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করা যায়। এছাড়া মুখ্যমন্ত্ৰীর নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব আরোপের ব্যবস্থাও রাজ্য পুলিশ নিয়েছে।

খালিস্তানী বিচ্ছিন্নতাবাদী প্ৰসঙ্গে এই হুমকি সম্পৰ্কে ডিজিপি জিপি সিং বলেন, ‘অসমের শিখ সম্প্ৰদায়ের নাগরিকগণ ভদ্ৰ এবং আমার মনে হয় না, তাঁরা এ ধরনের কোনও কৰ্মকাণ্ডের সঙ্গে নিয়োজিত হবেন। তবে যখন থেকে সংগঠনটির কয়েকজনকে অসমে আনা হয়েছে, তখন থেকে রাজ্যের রেলওয়ে স্টেশন বা বিমানবন্দরে বহিঃরাজ্য থেকে আগত শিখদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।’

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৮ মার্চ খালিস্তানপন্থী নেতা তথা প্রচারক অমৃতপাল সিং এবং তার সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পঞ্জাব পুলিশ অমৃতপাল এবং তার সংগঠন ওয়ারিস পাঞ্জাব দে (ডব্লিউপিডি)-র সাথে যুক্ত ৭৮ জনকে গ্রেফতার করেছে। কিন্তু অমৃতপাল এখনও অধরা। তাকে গ্রেফতার করতে অভিযান আজও অব্যাহত। ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের মধ্যে আটজনকে কড় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অসমের ডিব্রুগড় জেলে পাঠানো হয়েছে। তাদের অমৃতপাল সিঙের কাকা হারজিত সিংও রয়েছেন। সর্বশেষে অতি সম্প্রতি যাকে ডিব্রুগড়ে পাঠানো হয়েছে তার নাম অমৃতপালের দেহরক্ষী বারিন্দর সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *