BRAKING NEWS

ময়নায় বিজেপি কার্যক্রমে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পংকজ চৌধুরী

ময়না, ১ এপ্রিল (হি. স.) পূর্ব মেদিনীপুরের ময়নায় কর্মী সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাঁকে বরণ করে নেন ময়নার বিজেপির নেতৃত্বরা। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি সহ একাধিক নেতৃত্বরা।

ময়না বিধানসভায় পঞ্চায়েত ভোটের আগে কর্মী বৈঠক করেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে পঞ্চায়েত ভোটের রণকৌশল তৈরি করেন এবং লোকসভা ভোটের কার্যক্রম সারেন ময়নায়। কার্যক্রম শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হোন তিনি।
মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নাকে কটাক্ষ করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তিনি বলেন, ভারত সরকার সব রাজ্যকে প্রাপ্য টাকা দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিএসটি হোক বা একশো দিনের কাজ হোক কোন বিল কোন খাতে কত খরচা করেছে তার হিসাব দেয়নি। তার হিসাব দিয়ে দিলে বরাদ্দ টাকা কেন্দ্র আবার দিয়ে দেবে। কোনও রাজ্যে বকেয়া বাকি নেই।

হাওড়া রামনবমীর মিছিলের হামলা প্রসঙ্গে বলেন, তুষ্টিকরণের রাজনীতি চলছে। বিজেপি সব কা সাথ সবকা বিকাশের পক্ষে। তুষ্টিকরনের রাজনীতি করে না বিজেপি। ডি এ প্রসঙ্গে বলেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আন্দোলনকারীরা তাদের প্রাপ্য ডি এ পাবে।
তিলজলা কেন্দ্রিয় শিশু সুরক্ষার কমিশনারের চেয়ারম্যান কে হেনস্থার প্রসঙ্গে বলেন বাংলায় এটা নতুন কিছু নয় যেই আসে সেই আক্রান্ত হয়। আইনের শাসন বলে কিছু নেই।বাংলায় পরিবর্তন হবেই এবং হয়া দরকার।

নন্দীগ্রামে রামনবমীর গন্ডগোল নিয়ে বলেন এটা দুর্ভাগ্যজনক তুষ্টিকরণের রাজনীতি চলছে। তুষ্টীকরণের রাজনীতি যতদিন না বন্ধ হবে এমন ঘটনা ঘটতে থাকবে এমন ঘটনা না হওয়া বাঞ্চনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *