শিয়ান পাওয়ার লিফটিং-এ রাজ্যের অমল অমরদ্বীপ, দুবাইবাসী স্পন্সরের প্রতি কৃতজ্ঞতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।। ত্রিপুরার দুই পাওয়ার লিফটার পাড়ি জমাচ্ছেন এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে। স্বপ্ন সফল করার প্রত্যাশায় ৬৬ কেজি বিভাগে অমল ঘোষ এবং ১২০ কেজি বিভাগে অমরদ্বীপ দেববর্মা। ত্রিপুরার দুই প্রতিযোগী হলেও এখন তারা দেশের প্রতিনিধি। যদিও এবারকার এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে কেরালার আলাপ্পূজাতে। আগামী ১ থেকে ৬ই মে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশিপে দুই প্রতিযোগী কোচ শান্তনু সূত্রধর এবং ম্যানেজার প্রীয়তোষ দাস-এর তত্ত্বাবধানে ২৮ এপ্রিল কেরালার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। ২৯ এপ্রিল ইন্ডিয়ান টেন্টে উনারা রিপোর্ট করবেন। আজ বেলা ১১ টায় পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন আহূত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট ও প্রতিযোগীদ্বয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি তাদের এই এশিয়ান মিটে অংশগ্রহণের বিষয়ে সামগ্রিকভাবে এগিয়ে আসা দুবাইবাসী বাংলাদেশের নাগরিক মোঃ তারিক উজ্জামানকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উনি মূলত একজন ইমপোর্ট এক্সপোর্ট এর ব্যবসায়ী হলেও সোশ্যাল মিডিয়ায় দুই প্রতিযোগীর এ ধরনের সাফল্যে অত্যন্ত আনন্দিত। তিনি স্পনসরের ভূমিকায় নিজেকে সামিল করতে সুদূর দুবাই থেকে ত্রিপুরায় চলে এসেছেন। আর্থিকভাবে সহযোগিতার পাশাপাশি তিনি তাদের সাফল্যও কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *