নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ১১ টি কোম্পানির ১২০টি সেকেন্ড হ্যান্ড মোবাইল উদ্ধার করল জিআরপি থানার পুলিশ৷ সঙ্গে আটক করা হয় তিনজনকে, যারা এই মোবাইল গুলা নিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বিলোনিয়ার দিকে যাচ্ছিল৷ তারা হল শান্তি রঞ্জন চাকমা, সবীরাজ চাকমা, ইন্দ্র মোহন চাকমা৷ সকলের বাড়ি সাব্রুমের শিলাছড়ি থানা এলাকায়৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে৷
2023-04-01

