ঝাড়্গ্রাম, ৩১ মার্চ ( হি. স.) : আবারও মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। এক অফিসারকে লক্ষাধিক টাকা চেয়ে মাওবাদীদের নাম হুমকি চিঠি দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে লালগড় থানার রামগড় ফাঁড়ি এলাকায়। পুলিশ এই ঘটনায় বৃহস্পতিবার রাতে রামগড়ের সিজুয়া এলাকার বনপুকুরিয়া গ্রাম থেকে বিকাশ রানা ও দুলাল রানা নামে দুই ভাইকে গ্রেফতার করেছে। শুক্রবার অভিযুক্ত দুজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে রামগড়ে পুকুরিয়া গ্রামে বাড়ি আবগাড়ি দফতরের এক অফিসারকে ফেব্রুযারি মাসের ২০ তারিখ এবং চলতি মার্চমাসের ২৩ তারিখ দু দফায় একবার ১৫ লক্ষ এবং একবার দশ লক্ষ টাকা চেয়ে মাওবাদীদের নামে হুমকি চিঠি দেওয়া হয়।আবগাড়ি দফতরের ওই অফিসার বর্ধমান জেলায় কর্মরত।টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর ওই ব্যক্তি ২৫ মার্চ রামগড় ফাঁড়িতে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়েই দ্রুততার সাথে তদন্ত শুরু করে। তারপরই গ্রেফতার করা হয় ওই দুই ভাইকে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকার এক হোম স্টে ব্যবসায়ীকে দশ লক্ষ টাকা চেয়ে মাওবাদীদের নাম করে একইভাবে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। প্রাণ নাশের হুমকি ছিল। শুধু হুমকি চিঠি নয় ফোন করেও হুঁশিয়াড়ি দেওয়া হয়েছি। এরপর ওই ব্যবসায়ী ৫২ হাজার টাকা অনলাইনের মাধ্যমে পাঠিয়েছিল। কিন্তু তারপরও হুমকি দেওয়া হচ্ছিল। ওই ব্যাবসায়ী তারপর বেলপাহাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ব্যাঙ্ক ট্রানজেকশনের সূত্র ধরে পূ্র্ব বর্ধমানের ফতেপুর থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করে। তাদের জিঞ্জাসাবাদের পর আরো পনেরো জন ওই হুমকি চিঠি কান্ডে ধরা পড়ে। বেলপাহাড়ি, বাঁকুড়া,পুরুলিয়া, হুগলি থেকে মোট ১৭ জনকে বেলপাহাড়ির থানার পুলিশ গ্রেফতার করেছিল।এবার একইভাবে হুমকি দিয়ে টাকা চেয়ে চিঠি দেওয়ার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। এদের পিছনে আরো কেউ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে পুলিশের। এই বিষয়ে ঝাড়গ্রামের জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন ” পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছিল।বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়ার পরেই তাদের গ্রেফতার করা হয়। মাওবাদী এখন নেই। তাদের নাম টাকা তোলার জন্য ব্যবহার করা হচ্ছে।পুলিশ অভিযোগ পেলেই দ্রুততার সাথে ব্যবস্থা নিচ্ছে।এর আগেও আমরা গ্রেফতার করেছি।”

