নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ আগরতলা আখাউড়া রোডে অবস্থিত রামকৃষ্ণ সারদেশ্বরী মঠের বিভিন্ন সম্পর্কে অবগত হলেন পুর নিগমের মেয়র৷ আখাউড়া রোডস্থিত রামকৃষ্ণ সারদেশ্বরী মঠের বেশ কিছু সমস্যা রয়েছে৷ পরিকাঠামগত ওইসব সমস্যা সমাধানের জন্য মঠ কর্তৃপক্ষের তরফে আগরতলা পুর নিগমের সহযোগিতা চাওয়া হয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার রামকৃষ্ণ সারদেশ্বরী মঠ পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে তিনি সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন৷ ট্রাস্টের লোকজনরা আগরতলা পুরো নিগমের কাছে মঠের সমস্যা ও সমাধানের জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন৷ সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখে পুরনিগমের মেয়র জানান আইনের মধ্য থেকে যেসব সহযোগিতা করা সম্ভব সেই সহযোগিতা করতে পুর নিগম প্রস্তুত৷ শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন৷৷
2023-03-31

