ম্যাঙ্গালুরুতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা, সুইসাইড নোট পেল পুলিশ

ম্যাঙ্গালুরু, ৩১ মার্চ (হি.স.): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি হোটেল থেকে উদ্ধার হল একই পরিবারের ৪ জন সদস্যের দেহ। যাদের মধ্যে দু’টি শিশু রয়েছে। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। আর্থিক দুরাবস্থার কারণকেই তুলে ধরা হয়েছে সুইসাইড নোটে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ম্যাঙ্গালুরুর কে এস রাও রোডের একটি হোটেল (লজ রুম) থেকে দু’টি শিশু-সহ ৪ জনের দেহ উদ্ধার হয়। পুলিশ কমিশনার কুলদীপ কুমার আর জৈন বলেছেন, মৃতদের বাড়ি মহীশূরের বিজয়নগরে। ৪৬ বছর বয়সী দেবেন্দ্র, তাঁর স্ত্রী ও দুই সন্তানের দেহ উদ্ধার হয়েছে। রুম থেকে পাওয়া সুইসাইড নোটে তাঁরা উল্লেখ করেছে, আর্থিক দুরাবস্থার কারণেই তাঁরা আত্মঘাতী হয়েছেন।