ফিলিপিন্সে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে মৃত ১২, ১৯৫ জন যাত্রী, প্রাণে বাঁচলেন ৩৫ জন ক্রু

ম্যানিলা, ৩০ মার্চ (হি.স.) : যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে দক্ষিণ ফিলিপিন্সে প্রাণ হারালেন ১২ জন। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের বাসিলান প্রদেশের বালুক-বালুক দ্বীপের কাছে। বুধবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ফিলিপিন্সের কোস্ট গার্ড। ফেরিতে আগুন লেগে মোট ১২ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকারী দল, ফিলিপিন্স উপকূলরক্ষী বাহিনী ও মৎস্যজীবীরা মোট ১৯৫ জন যাত্রী, ৩৫ জন ক্রু সদস্যকে প্রাণে বাঁচাতে সক্ষম হয়েছেন।

লেডি মেরি জয় ৩ ফেরিটি মিন্দানাও দ্বীপের জাম্বোয়াঙ্গা শহর থেকে সুলু প্রদেশের জোলো দ্বীপে যাওয়ার সময় বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আগুন লাগা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই ফেরি থেকে ঝাঁপ দেন। ফিলিপাইন কোস্ট গার্ড এবং মৎস্যজীবীরা ১৯৫ জন যাত্রী এবং ৩৫ জন ক্রু সদস্যকে বাঁচিয়েছেন। তবে ১২ জনকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় ৪০ জন আহত হয়েছেন ও ৭ জন নিখোঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *