তাপমাত্রার হেরফের হচ্ছে না তেমন; রয়েছে বৃষ্টির সম্ভাবনাও, মহানগরী ঘামছে গরমে

কলকাতা, ২৮ মার্চ (হি.স.): তাপমাত্রার খুব বেশি হেরফের হচ্ছে না। রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবুও ঘর্মাক্ত গরম পিছু ছাড়ছে না। সকাল হতে না হতেই প্রখর রোদ। কখনও আবার মেঘের আনাগোনায় রোদের দাপট কমছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে কমতে পারে বৃষ্টি।