কাছাড়ের বড়খলায় সড়ক দুর্ঘটনা, হতাহত মহিলা সহ দুই

বড়খলা (অসম), ২৯ মার্চ (হি.স.) : কাছাড় জেলার বড়খলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনৈক মহিলা। একই ঘটনায় আহত হয়েছেন মহিলার স্বামী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এলাকা জুড়ে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার কাছাড় জেলার ডলু-ময়নারবন্দ পূর্ত সড়কের মাছুঘাট এলাকায়। জানা গেছে, অটো রিকশায় করে স্বামী পান্না কোঁওরের সঙ্গে বাবার বাড়ি থেকে তাপাঙ ব্লকে শ্বশুর বাড়ি ফিরছিলেন নমিতা কোঁওর। কিন্তু মাছুঘাট এলাকায় যাওয়ার পর অটো রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ফলে গুরুতরভাবে আহত হন তাঁরা। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাঁধের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন নমিতা।

এদিকে দুর্ঘটনার পর নম্বর বিহীন অটো রিকশা ছেড়ে পালিয়ে যায় চালক। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। স্থানীয়রা প্রতিবাদে সড়ক অবরোধ গড়ে তুলেন। খবর পেয়ে ছুটে আসে বড়খলা থানা থেকে পুলিশের দল। দুর্ঘটনাগ্রস্ত অটো রিকশাটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।