পুণের প্রগতির বিষয়ে ব্যাপক উৎসাহী ছিলেন গিরিশ, দলীয় সাংসদের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): পুণের বিজেপি সাংসদ গিরিশ বাপটের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুপুরে টুইট করে নিজের মনের কষ্টের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুণের সাংসদ গিরিশ বাপটের প্রয়াণে ব্যথিত। মহারাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করেছিলেন তিনি এবং পুণের প্রগতির বিষয়ে বিশেষভাবে উৎসাহী ছিলেন।

উল্লেখ্য, পুণের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে গিরিশ বাপটের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। পুণের বিজেপি সভাপতি জগদীশ মুলিক জানিয়েছেন, বুধবার দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বিজেপি সাংসদ গিরিশ বাপট।