ফল প্রতাশের দাবীতে টিআরবিটি পরীক্ষার্থীদের ডেপুটেশন কন্ট্রোলারকে


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷  পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে টিআরবিটি পরীক্ষার্থীদের পক্ষ থেকে মঙ্গলবার টিআরবিটি কন্ট্রোালারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷
টিআরবিটির পরীক্ষা গ্রহণ করা হলেও দীর্ঘ সময় ধরে ফলাফল ঘোষণা করা হচ্ছে না৷ তাতে অনিশ্চয়তায় পড়েছেন পরীক্ষার্থীরা৷ অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য পরীক্ষার্থীদের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ পরীক্ষার্থীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে প্রশ্ণপত্রে অনেক ভুল ছিল৷ এসব বিষয় কন্েন্টালারের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে৷ এছাড়া সাধারণ ক্যাটাগরির পরীক্ষার্থীদের অনেকের বয়সসীমা উত্তীর্ণ হয়ে যাওয়ার সময় এসেছে৷ টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়স সীমা শিথিল করার জন্য তারা দাবি জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *