পাথারকান্দি (অসম), ২৮ মার্চ (হি.স.) : ‘গুরু সত্যজিৎ সিনহা লাইফটাইম মরণোত্তর সম্মাননা’ পাচ্ছেন পাথারকান্দির বিশিষ্ট বিষ্ণুপ্রিয়া মণিপুরি নৃত্য প্রশিক্ষক, মৃদঙ্গবাদক, নৃত্যগুরু তথা নৃত্য-প্রচারক লক্ষণ সিনহা। আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা পাঁচটায় ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ক্লাসিক ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভেল আয়োজিত এক অনুষ্ঠানে গুয়াহাটি জেলা গ্রন্থাগারে প্রয়াত এই প্রতিভাবান শিল্পীর পরিবারের হাতে মরণোত্তর পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রয়াত শিল্পীর পরিবারের কোনও সদস্যের হাতে ‘গুরু সত্যজিৎ সিনহা লাইফটাইম মরণোত্তর সম্মাননা’ তুলে দেওয়া হবে, জানা গেছে তাঁর পরিবার সূত্রে। পরিবারের সদস্যরা জানান, প্রস্তাবিত অনুষ্ঠানের জন্য আয়োজক সংস্থা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছে।
প্রসঙ্গত, প্রতিভাবান এই নৃত্যশিল্পী বার্ধক্যজনিত রোগভোগের পর ২০২১ সালের ২৭ জুন পাথারকান্দির নয়াডহরে অবস্থিত নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এক সময় প্রতিভাবান এই শিল্পী ভারত সহ বিদেশেও নিজের নৃত্য ও মৃদঙ্গবাদ্যের কলা প্রদর্শন করে সুনাম অর্জন করেছিলেন। তাঁর বহুমুখী নৃত্যশিল্পের দরুন দিল্লি ও মুম্বাইয়ের তৎকালীন অনেক চিত্র পরিচালক ছায়াছবির নৃত্য চিত্রায়নের জন্য তাঁর পরামর্শও নিতেন। দিল্লির সঙ অ্যান্ড ড্রামা ডিভিশনের আমন্ত্রণে বেশ কিছুদিন নৃত্য পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন নৃত্যগুরু লক্ষণ সিনহা।
সম্পূর্ণ মণিপুরি আঙ্গিকে সৃষ্ট ‘ময়ূর’ নৃত্যের প্রবর্তক ছিলেন নৃত্যগুরু লক্ষণ সিনহা। ফলস্বরুপ তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর সাথেও এই নৃত্যশিল্পীর নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণের প্রায় দু-বছরের মাথায় তাঁকে এই সম্মাননা প্রদান করতে মনোনীত করায় তাঁর শিষ্য সহ গুণমুগ্ধরা উচ্ছ্বাস ব্যক্ত করেছেন।