আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : পরীক্ষা ফল প্রকাশের দাবি সহ টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুলভ্রান্তির প্রতিবাদে টিআরবিটি–র এক্সাম কনট্রোলারের নিকট ডেপুটেশন প্রদান করেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, অতিবিলম্বে ফল প্রকাশ ও দফতরের ভুলভ্রান্তি গুলি সমাধান করা হোক।
জনৈক পরীক্ষার্থী জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে তাঁদের টেট পরীক্ষা হয়েছিল। কিন্তু তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনও পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, গত বারের টেট পরীক্ষার মতো এবারও প্রশ্ন পত্রে একাধিক ভুল ভ্রান্তি ছিল। এবিষয়ে একাধিকবার টিআরবিটি–র এক্সাম কনট্রোলারের নিকট দ্বারস্থ হলেও কোনো সমাধান মিলেনি। অবশেষে মঙ্গলবার ফের শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করেন তাঁরা।
তাদের দাবি, অতিসত্বর টেট পরীক্ষার ফল প্রকাশ করা এবং দফতরের ভুলভ্রান্তি গুলি সমাধান করা হোক। এ বিষয়ে টিআরবিটি–র এক্সাম কনট্রোলার তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমস্ত বিষয়ে সমাধানে আরও কিছুটা সময় লাগবে।