নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির বদরপুর এলাকায় অবস্থিত একটি দোতলা বহুতলে। আগুনের তীব্রতায় বহুতলটি ভেঙেও পড়ে। সোমবার রাতে বদরপুর এলাকার ওই বহুতলে আগুন লাগে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
দিল্লি দমকলের এডিপি রাজেশ শুক্লা বলেছেন, বদরপুর এলাকার একটি বহুতলে আগুন লাগার পর বহুতলটি ভেঙে পড়ে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১৮টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।