বাঁকুড়া, ২৮ মার্চ (হি.স.) : রাজ্যের কলেজগুলিতে তিনশ টাকার অতিথি অধ্যাপক নিয়োগে তীব্র প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার।রাজ্যের কলেজগুলিতে এই অতিথি অধ্যাপক নিয়োগে তার অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন এবার কি সিভিক পুলিশের মতো সিভিক অধ্যাপক নিয়োগ হবে?এই প্রশ্ন তুলে তিনি বলেন আজই ইউনিভার্সিটি গ্ৰান্ট কমিশন ঘোষনা করে অতিথি অধ্যাপকরা ক্লাস বা লেকচার পিছু ১৫০০ টাকা ধার্য্য করেছেন।একজন অতিথি অধ্যাপক মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।তিনি প্রশ্ন তুলে বলেন এবার কি তাহলে সিভিক অধ্যাপক ?পশ্চিমবঙ্গের অর্থনীতির অবস্হা কি এতই বেহাল হয়ে গেছে।
2023-03-28