মেটেলি, ২৭ মার্চ (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি বাজারের ইনডং মোর এলাকায় রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল বীর বিরশা মুন্ডার মূর্তি। বিরশা মুন্ডার মূর্তি ভাঙার ঘটনায় সোমাবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে শামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। টানা তিন ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। অবিলম্বে মূর্তি ভাঙার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ইনডং মোরে থাকা বির বিরশা মুন্ডার মূর্তি ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই সংলগ্ন চা বাগান থেকে বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এসে ভিড় জমান ঘটনাস্থলে। খবর পেয়ে আসেন বিজেপি বিধায়ক পুনা ভেংরা, আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া, তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা, তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি সঞ্জয় কুজুর সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। আসেন মাল এস ডি পি ও রবিন থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস। মূর্তি ভাঙার প্রতিবাদে এদিন সকাল সাতটা থেকে ইনডং মোড়ে শুরু হয় চালসা-মেটেলি রাজ্য সড়ক অবরোধ। সাড়ে দশটা নাগাদ পুলিশী আশ্বাসে অবরোধ উঠে যায়।
এই বিষয়ে বিজেপি বিধায়ক পুনা ভেংরা বলেন, বীর বিরসা মুন্ডা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। উনার মূর্তি ভাঙার ঘটনা খুবই নিন্দনীয়। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার সিআইডি তদন্তের দাবি করেন তিনি।
এদিন স্থানীয় জনগণের তরফে সাত দফা দাবির ভিত্তিতে পুলিশ প্রশাসনকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ঘটনায় দোষীদের গ্রেফতার, ইনডং মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো, পুলিশ ক্যাম্প বসানো, সরকারিভাবে দ্রুত নতুন মূর্তি বসানো ও ঘটনার সিআইডি তদন্তের দাবি জানানো হয়েছে।

