কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : তিলজলায় শিশুকন্যা খুনে রণক্ষেত্র প্রতিবাদ বিক্ষোভে রণক্ষেত্র এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌমিত্র খাঁ। কলকাতায় রাষ্ট্রপতির উপস্থিতির কথা উল্লেখ করে হস্তক্ষেপ দাবি বিজেপি সাংসদের।
রাষ্ট্রপতির সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে তাঁর দাবি, ‘দিনের পর দিন জ্বলছে বাংলা’। বাংলার মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ তৃণমূল সরকার, অভিযোগ সৌমিত্র খাঁয়ের।
পুলিশের দাবি তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর, খুনের কথা কবুল করেছে অভিযুক্ত । ধৃত অলক সাউয়ের বিরুদ্ধে অপহরণ, খুন ছাড়াও পকসো আইনে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, গতকাল তিলজলা থানায় ইটবৃষ্টির ঘটনায় একজন এএসআই ও ৪ জন কনস্টেবল আহত হন। নাবালিকাকে অপহরণ-খুন, অভিযুক্তকে মারধর ও থানা ভাঙচুরকাণ্ডে ৩টি পৃথক মামলা রুজু হয়। মূল অভিযুক্ত ছাড়াও, থানা ভাঙচুরের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে এখনও ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

