নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উদ্যোগে এলিমেন্টারি শিক্ষা অধিকর্তার নিকট সোমবার ডেপুটেশন প্রদান করা হয়৷ সারা রাজ্যের বিভিন্ন সুকল থেকে মিড ডে মিল কর্মীদের ছাটাই করে দেওয়ার অভিযোগ এনে এই ডেপুটেশন প্রদান করা হয়৷ ত্রিপুরা মিড ডে মিল রান্নার কাজে নিয়োজিত কর্মীদের ছাটাই এর প্রতিবাদ জানিয়ে সোমবার ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এলিমেন্টারি শিক্ষা অধি কর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷৷ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনিয়নের নেত্রী জানান ২০১৮ সালে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর সাড়ে চারশত মিড ডে মিল কর্মীকে বিনা নোটিশে ছাটাই করা হয়েছিল৷ ছাঁটাই কর্মীদের পুনঃনিয়োগ করার জন্য বহু লড়াই সংগ্রাম করার পরও সরকার তাদেরকে পুনরায় কাজে নিযুক্ত করেনি৷ এবার পুনরায় বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর একই ধাঁচে মিড ডে মিল কর্মীদের বিনা নোটিশে ছাটাই শুরু হয়েছে বলে অভিযোগ করেন ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ৷ সংগঠনের তরফ থেকে এদিন ডেপোটেশন শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করা হয় ছাটাই করার সময় তাদেরকে কোন ধরনের কাগজপত্র দেওয়া হচ্ছে না৷ এর ফলে ছাটাই কৃত কর্মীরা আইনের আশ্রয় নিতে পারছেন না৷ যারা মিড ডে মিল রান্নার কাজে যুক্ত তারা খুবই গরীব পরিবারের৷ তাদেরকে ছাটাই করা হলে পরিবার অসহায় হয়ে পড়ে৷ সে কারণেই যাতে মিড ডে মিল কর্মীদের ছাটাই না করা হয় সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে এলিমেন্টারি শিক্ষা অধিকর্তার কাছে ত্রিপুরা মিড ডে মিলকর্মী ইউনিয়নের তরফ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ দপ্তর কর্তৃপক্ষ এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে সংগঠনের তরফ থেকে আসা ব্যক্ত করা হয়েছে৷৷
2023-03-27