জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু এক ব্যক্তির, ছত্তিশগড়ে প্রাণে বাঁচলেন দু’জন

সুরজপুর (ছত্তিশগড়), ২৭ মার্চ (হি.স.): জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের তাণ্ডব। বাঘের হামলায় ছত্তিসগড়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও দু’জন। সোমবার ছত্তিসগড়ের সুরজপুরে বাঘের হামলায় বেঘোরে প্রাণ খোয়ালেন এক ব্যক্তি। বন দফতর কর্মকর্তা জানিয়েছেন, কলমঞ্জন গ্রামের কাছে এক জঙ্গলে বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যু এবং দু’জন আহত হয়েছেন।

মৃত ব্যক্তির নাম-সময় লাল। বয়স ৩২। আহত দুই ব্যক্তি কৈলাস সিং (৩৫) এবং রায় সিং (৩০)। জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন তাঁরা। বাঘের হামলায় গুরুতর আহত হয়ে কোনও মতে পালিয়ে বেঁচেছেন দু’জন। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জঙ্গলে বাঘের হামলার ফলে স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আগামী দিনে বাঘের হামলা আরও বাড়তে পারে এবং এভাবেই গ্রামবাসীরা বেঘোরে প্রাণ হারাবেন বলেই আশঙ্কা করছেন তাঁরা।