বেদ শেখানোর জন্য আদর্শ বেদ বিদ্যালয় স্থাপনের প্রস্তাব সরকারের, লোকসভায় বললেন সুভাষ সরকার

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): বেদ শিক্ষার জন্য আদর্শ বেদ বিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেছে সরকার। সোমবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

একটি লিখিত উত্তরে ডাঃ সুভাষ সরকার জানান, কেন্দ্র দেশে পাঁচটি রাষ্ট্রীয় আদর্শ বেদ বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে। তিনি জানান, উজ্জয়িনীতে মহর্ষি সন্দীপনি রাষ্ট্রীয় বেদ বিদ্যার প্রাঙ্গণে রাষ্ট্রীয় আদর্শ বেদ বিদ্যালয়ের আদলে এই বিদ্যালয়গুলি পুরী, দ্বারকা, শৃঙ্গেরি, বদ্রিনাথ এবং গুয়াহাটিতে স্থাপন করা হবে।